Bangladeshi Heritage Program

ডারহাম বাংলাদেশী কানাডিয়ান কমিউনিটি বাংলাদেশের ভাষা, সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতিকে আমাদের নতুন প্রজন্মের সন্তানদের সহ কানাডায় অবস্থানরত সকল নাগরিকের সামনে তুলে ধরতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের সন্তানেরা যেন জানতে পারে আমাদের বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে। তারা যেন আমাদের শিকড়কে ভুলে না যায়। তারা যেন প্রস্তুত হতে পারে বিশ্বকে নেতৃত্ব দেয়ার। আমাদের আর পরবর্তী প্রজন্মের মধ্যে যেন তৈরি না হয় বড় ধরনের কোন গ্যাপ ।

ডিবিসিসি আমাদের বাংলাদেশী heritage বা ঐতিহ্য প্রোগ্রামে ফুড ড্রাইভের আয়োজন করে যাতে আমাদের বাচ্চারা অনুভব করে যে তারা এখানেই রয়েছে। কানাডায়, শিশুরা তাদের স্কুলে FOOD DRIVE, CLOTH DRIVE বা অন্যান্য কারণে সম্পর্কিত স্বেচ্ছাসেবীর বিষয়ে শিখতে পারে। আমাদের বিশ্বাস আমাদের সন্তানেরা যদি দেখে যে আমরা বাবা-মায়েরা সমাজে মহৎ কাজ করে যাচ্ছি তবে আমাদের সন্তানেরাও আরও বেশি অনুপ্রাণিত হবে মানুষের জন্য কাজ করার। আমাদের বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করতে। তারা আমাদের বাংলাদেশী heritage ঐতিহ্য আর সংস্কৃতির বিভিন্ন উৎসবগুলোতে আসতে অনুপ্রাণিত হবে। ডিবিসিসি বিশ্বাস করে আমাদের সন্তানদের ইংরেজী শেখার পাশপাশি বাংলা ভাষা শিখানোর দায়িত্ব আমাদের সবার। আমাদের বাচ্চারা কমিউনিটির বিভিন্ন কর্মসূচীতে যখন তাদের পছন্দের বিষয়গুলো পাবে তখন তারা নিজেরাই আগ্রহী হবে বাংলাদেশ সম্পর্কে জানতে, বাংলা ভাষা শেখার ব্যাপারে উৎসাহিত হবে জানতে, বুঝতে।

Victory Day

Day(s)

:

Hour(s)

:

Minute(s)

:

Second(s)

Celebrate Bangladesh’s victory virtually!

Blog Sponsor-Alone

Blog Sponsor-1

Blog Sponsor-2

Blog Sponsor-3

Flag Raising for Victory Day of Bangladesh

Open to the public a cultural program called Bridging the Gap where we practice both cultural heritage to close the gap in cultural and in leadership.

A picnic day full of fun, and games.